![](https://giridarpon.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সেলিম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মমতাজ খান, চসিক মহিলা কাউন্সিলর ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীলু নাগ, হোসনে আরা সহ সভাপতি আবদুল হক, প্রচার সম্পাদক আবু ইছা, সঙ্গীত বিষয়ক সম্পাদক জ্যাকব ডায়েজ, তথ্য ও গবেষণা সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট বিবেকানন্দ চৌধুরী বিবেক, সদস্য আবদুর নূর মনু, সদস্য মুন্নি জাফর, ফরহাদ, জেসি, শিরীন আক্তার প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, প্রকৃত স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। তাই সঠিক মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সন্দেহজনক মুক্তিযোদ্ধাদের বিতাড়িত করেন। তাহলে আসল মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে। দেশে জঙ্গীবাদ বেড়েছে। তাই সরকারের পাশাপাশি আমাদেরকেও জঙ্গীবাদীদের খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।