দূর্গম এলাকায় ত্রাণ পৌছাতে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের আহবান চাকমা সার্কেল চীফের

॥ নিজস্ব প্রতিবেদক ॥ চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আন্তরিকভাবে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার ও প্রশাসন। এরপরও রাঙ্গামাটির চাকমা সার্কেলের অনেক অঞ্চলে দূর্গম যোগাযোগ ব্যবস্থা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী এলাকায় ত্রাণ পৌছাইনি, এসব এলাকার মানুষ চরম দূর্ভোগে রয়েছে। তিনি বলেন, চাকমা সার্কেল ও বিশিষ্ট নাগরিকদের পক্ষে থেকে কিছু ত্রাণ দেয়া হলেও দুর্গম অঞ্চলে সরকারি সহায়তা খুবই প্রয়োজন।
শুক্রবার (৫ জুন) সকালে রাঙ্গামাটি চাকমা সার্কেল চীফ এর কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান।
চাকমা সার্কেল চীফ আরো বলেন, জুরাছড়ির দুমদুম্যা এলাকায় সেনাবাহিনী যেভাবে হেলিকপ্টারে করে কিছু ত্রাণ পৌছে দিয়েছে একইভাবে বাঘাইছড়ির সীমান্তবর্তী বেটলিং, শিয়ালদাহ, বরকলের হরিণা, ঠেগামমুখ এলাকাসহ যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে সেনা ক্যাম্প বা বিজিবি ক্যাম্পের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌছে দিতে পারে সরকার।
রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় আরো বলেন, একদম ত্রাণ পায়নি এমন গ্রামের সংখ্যা আমরা ৩৬টি পেয়েছি, হেডম্যান, কার্বারীদের মাধ্যমে আমরা তালিকা করছি, এসব তালিকা আমরা পার্বত্যমন্ত্রী ও সরকারের কাছে পৌছে দেয়ার ব্যবস্থা করছি। যেন এসব দরিদ্র মানুষগুলো ত্রাণ সহায়তার মধ্যে আসে। তারা যেন অনাহারে না থাকে। এছাড়া তিনি ভারত প্রত্যাগত শরণার্থীদের ত্রাণ সহায়তা কার্যক্রমের আওতায় আনার দাবি জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031