॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির রিজার্ভ বাজারের ইসলামপুর এলাকার অবৈধ দখল উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রিজার্ভ বাজারের ইসলামপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দখলকৃত জায়গা উচ্ছেদ করে দেয়া হয়।
জানা গেছে, রিজার্ভ বাজারের ইসলামপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেকের পানি কমে যাওয়ায় জেগে উঠা জায়গা কিছু ব্যাক্তি দখল করেছে, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলের সত্যতা পেয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়।
এলাকার লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে জায়গাটি দখলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল, পানি কমে গেলে শিশুরা সেখানে খেলাধুলা করে, কিন্তু একটি মহল কখনো ক্লাব আবার কখনো বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম ভাঙ্গিয়ে জায়গটি দখল করার চেষ্টা করে। গত সপ্তাহে রাতারাতি টিন দিয়ে ঘেরাবেড়া দিয়ে জায়গাটি দখল করে। এর আগে ক্লাবের নামে স্কুলের সামনের জায়গায় দখল করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। সরকারি খাস জায়গা বা লেকের আশপাশে কেউ অবৈধভাবে দখল করতে চাইলে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।