সোহেল রানা দীঘিনালা প্রতিনিধি:: খাগড়াছড়ির দীঘিনালায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে বসবাস করছে অনেকে পরিবার। উপজেলার কবাখালী, আলীনগর, হেডম্যানপাড়া, বোয়ালখালীর কাঁঠালতলী , মেরুং এর অনার্থ আশ্রাম,বাবুছাড়ার উল্টাছড়িসহ বিভিন্ন এলাকায় পাহাড়ে ও পাহাড়ের পাদদেশ কেটে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে আড়াইশত পরিবার। ভারী বৃষ্টি হলেই এসব এলকায় কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে প্রশাসন থেকে বিভিন্ন ইউনিয়নে সতর্কতামূলক মাইকিং করলেও সেখান থেকে লোকজন সরে আসেনি। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখাযায়, কবাখালীর হেডম্যান পাড়া, বোয়ালখালীর কাঁঠালতলী নতুন পাড়া, পশ্চিম কাঁঠালতলী এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িঘর তৈরি করা হয়েছে পাহাড়ে ও পাহাড় কেটে। বৃষ্টি হলে মাটি ধসে পড়া আটকানোর জন্য বস্তা ও গাছের খুঁটি দিয়ে আটকানো চেষ্টা করা হলেও পাহাড়ের মাটি নরম হওয়া টানা কয়েক দিন বৃষ্টি হলে সেগুলো ধসে পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, গত কয়েদিন আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলকায় বসবাসরত লোকজকে আশ্রয়কেন্দ্র নিয়ে আসার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মাধ্যমে আশ্রয় কেন্দ্রের খাবার ব্যবস্থাও রয়েছে।