চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বর্ণাঢ্য আয়োজন

চটট্টগ্রাম ব্যুরো :: স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২০ ইং শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টান ও বেসরকারী ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৯টায় কালো ব্যাজ ধারণসহ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০টায় বৃক্ষ রোপণ কর্মসূচী ও বিশেষ প্রার্থনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার জনাব এবিএম আজাদ এনডিসি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. মাহাবুবর রহমান পিপিএম, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, পুলিশের রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম এর পক্ষে অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন, পুলিশ সুপার জনাব এস.এম রশিদুল হক পিপিএম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো. সাহাবউদ্দিনের পক্ষে ডেপুটি কমান্ডার জনাব একেএম সরোয়ার কামাল দুলু, পিবিআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, আনসার-ভিডিপি, আর.আর.এফ কমাড্যান্ট, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, সমাজসেবা, বন বিভাগ, গণপূর্ত দপ্তর, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া বাদে জোহর বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শিশু একাডেমিতে কোরআন খতম, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের প্রদর্শনী ও বিক্রয় উৎসব, সুবিধাজনক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা, আবৃত্তি, রচনা, চিত্রাংকন, হামদ্ ও নাত প্রতিযোগিতা, বিশেষ মিলাদ মাহফিল, জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ভার্চুয়াল প্লাটফর্মে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধু বিষয়ক রচনা, হামদ্ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচীতে বিভাগীয় ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা শিল্পকলা ও শিশু একাডেমির কর্মকর্তা- প্রশিক্ষক-গণসহ সর্বস্তরের শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031