রাঙ্গামাটিতে পৌর এলাকায় করোনায় ঝুঁকিপূর্ণ ও দূর্গত জনগোষ্ঠীর মাঝে সলিডারিটি প্যাক বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ সোমবার (১৭ আগষ্ট ২০২০) সকালে রাঙ্গামাটি সদরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি-ইউএনডিপি প্রকল্প সমূহের ও ইউএনডিপির নিজস্ব তহবিল এর উদ্যোগে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে রাঙ্গামাটি পৌর এলাকার ২ হাজার পরিবারের মধ্যে সলিডারিটি প্যাক/ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার (১৭ আগষ্ট) সকালে রাঙ্গামাটি সদরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি-র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা। স্বাগত বক্তব্যে প্রসেনজিৎ চাকমা রাঙ্গামাটি জেলায় আরো ৫০০০ (পাচঁ হাজার) পরিবারের মধ্যে সলিডারিটি প্যাক বিতরণ করা হবে বলে জানান।
প্রতিটি সলিডারিটি প্যাকের মধ্যে রয়েছে -চাল ১৫ কেজি, ডাল ২কেজি, লবণ ১কেজি, সয়াবিন তেল ১লিটার, পিয়াজ ১কেজি, আলু ৫কেজি, সাবান ২টি, সবজি বীজ ৭ প্যাকেট, মাস্ক ৪পিস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২টি করে পোস্টার।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031