বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ সহায়তা দিলেন কাজল কান্তি দাশ

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজল কান্তি দাশ, যেকোন দুর্যোগে যাকে সবসময় কাছে পেয়েছে বান্দরবানের জনসাধারণ। করোনার এই মহামারিতে তিনি বসে ছিলেন না, ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে প্রদান, মশার ঔষধ ছিটানোসহ নানা কর্মকান্ডে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তারই ধারবাহিকতায় আবারো মানবতার উদারতা প্রকাশ করলেন তিনি।
২১ আগস্ট (শুক্রবার) বিকালে তার ব্যক্তি মালিকানাধীন বান্দরবান পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২২টি ব্যবসা প্রতিষ্ঠান, আর এতে প্রায় চার কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা করছে ব্যবসায়ী ও পূরবী বার্মিজ মার্কেটের স্বতাধিকারী কাজল কান্তি দাশ। অগ্নিকান্ডের পরপরই সন্ধ্যায় তিনি ছুটে যান নিজ মার্কেটের ব্যবসায়ীদের খোঁজ নিতে, এসময় তিনি ২২টি ব্যবসা প্রতিষ্ঠানের ১৮জন মালিককে প্রতিজনকে নগদ ১০হাজার টাকা করে প্রদান করেন। এসময় তিনি অতিদ্রুত মার্কেটটি পূন: নির্মাণ করে ব্যবসায়ীদের আবার পুরোদমে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বান্দরবান পূরবী বার্মিজ মার্কেটের স্বতাধিকারী কাজল কান্তি দাশ একজন সফল ব্যবসায়ী এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের একজন সদস্য। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদানকালে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, পৌর মেয়র ও বান্দরবান জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট, পৌর প্রশাসন, বান্দরবান বিদ্যুৎ বিভাগ, সাংবাদিকসহ যারা এই অগ্নিকান্ড নিবারণে নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930