স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে চসিক প্রশাসকের সাক্ষাত : সম্ভাব্য সব ধরনের সহযোগীতার আশ্বাস দিলেন মন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো :: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম(এমপি)’র সাথে ঢাকায় সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন। এসময় তিনি মন্ত্রী মহোদয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, চসিকের আর্থিক অবস্থা খুবই দুর্বল। যার ফলে নাগরিক দূর্ভোগ লাঘবে বেগ পেতে হচ্ছে। প্রতিষ্ঠানটি আয়ের প্রধান উৎস রাজস্ব খাতের আদায়ের সরবরাহ ব্যবস্থাপনার অদক্ষতার চিত্র সুস্পষ্ট। তাই মোট জনবলের মাসিক বেতন-ভাতা প্রদান করাটাও কষ্ট সাধ্য হয়ে উঠেছে। আর্থিক সক্ষমতার অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ স্থবির প্রায়। মন্ত্রী মহোদয় চসিক প্রশাসকের বক্তব্য ধৈর্য্য সহকারে শ্রবণ করার পর বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতার জন্য মন্ত্রণালয় সবধরনের সহযোগিতা করবেন এবং সম্ভাব্য আয় বর্ধক প্রকল্প বাস্তবায়নে প্রনোদনা প্রদান করা হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031