দীঘিনালায় কারিগরি স্কুল এন্ড কলেজের কাজের উদ্বোধন : মুক্তিযুদ্ধার চেতনাকে ধারন করে সকলে দেশের উন্নয়নে কাজ করতে হবে—কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

সোহেল রানা দীঘিনালা :: দক্ষ মানুষ হিসেবে গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই, মুক্তিযুদ্ধার চেতনাকে ধারন করে সকলে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশ থেকে প্রচুর শ্রমশক্তি মধ্যমে বৈদেশিক মেমিডেন্স আয় করা হচ্ছে। কিন্তু কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারী জনশক্তি রপ্তানি করা গেলে রেমিডেন্স এর পরিমান অনেক গুনে বেড়ে যাবে এবং বাংলাদেশের শ্রমিকরা বিদেশ গিয়ে শুধু লেবারের কাজ করতে হবে না। প্রধান অতিথির বক্ত্যবে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এ কথাগুলো বলেন। শুক্রবার(০২অক্টোবর) সকালে ১০০টি উপজেলয় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্প‘র আওতায় প্রায় ১ কোটি ৮৩লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি দীঘিনালায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। খাগড়াছড়ি জেলার শিক্ষা প্রকৌশলীর নির্বহী পরিচালক মো: আসিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ এর সদস্য নির্মলেন্দু চৌধুরী, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: কাশেম। সহকারী কমিশনার গাজালা পারভীন রুহী, খাগড়াছড়ি জেলা টেকনিক্যাল স্কুল এন্ড করেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান প্রমূখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930