রাঙ্গামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্ভোধন
নতুন প্রজন্মের শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে
অভিভাবক ও শিক্ষকদের আরো বেশী মনোযোগী হতে হবে
—- এ,কে,এম মামুনুর রশিদ
॥ নিজস্ব প্রতিবেদক ॥ নতুন প্রজন্মের শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরো বেশী মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। তিনি বলেন শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আরো বেশী মনোনিবেশ করানোর প্রতি মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।
গতকাল ৫ অক্টোবর সোমবার রাঙ্গামাটি শিশু একাডেমী মিলনায়তনে রাঙ্গামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্ভোধন করতে গিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ এ কথা বলেন।
শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙ্গামাটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর উদ্ভোধন অনুষ্ঠান ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা বেগম,জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য শহিদুজ্জামান মহসিন রানা, শিশু একাডেমির জেলা সংগঠক অর্চনা চাকমা,জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা বক্তব্য রাখেন।
পরে রাঙ্গামাটি বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।