মানবতার সেবায় অবদান রাখায় দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক সহ রাঙ্গামাটিতে ৬জন সমাজকর্মী সম্মাননায় ভূষিত হলো

॥ ভ্রাম্যমান প্রতিনিধি ॥ সমাজের বিভিন্ন স্থরে নানা পেশায় মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর আয়োজনে গত ২৪ অক্টোবর বিশ্ব উন্নয়ন তথ্য দিবস ২০২০ উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিষ্ঠ এসোসিয়েশন ঢাকা মিলনায়তনে মানবতার পরিবার কেন্দ্রীয় কমিটি গুনী সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন। পেশাগত দিক হতে যারা এই সম্মাননা পেয়েছেন তারা হলেন প্রিন্ট মিডিয়া দৈনিক গিরিদর্পণ পরিত্রকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এ.কে.এম. মকছুদ আহমেদ, নারী উন্নয়নে বিশেষ ভূমিকার অবদান হিসেবে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দিন এবং উপদেষ্ঠা মোঃ নূরুল ইসলাম। ব্যবসায়ীদের সেবা প্রতিনিধিত্বে বিশেষ অগ্রণী ভূমিকা রাখায় তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ সেবক সূলতান কমরু উদ্দিন, সমাজ সেবক মোঃ বেলাল হোসেন, এশিয়া ছিন্ন মূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি সদও উপজেলার সাধারণ সম্পাদক সূূলতান মাহমুদ গজনবী এবং সমাজ সেবক
মোঃ রাশেদুল হক খোকন।
দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক এ.কে.এম. মকছুদ আহমেদ বিশেষ কারণে ঢাকায় উপস্থিত হতে না পারায় গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার তার নিজ কার্যালয়ে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কমিটির কর্মকর্তা ও সদস্য গণ সম্মাননা ক্রেষ্ট মানবতার পরিবার কেন্দ্রীয় কমিটির পক্ষ হয়ে হস্তান্তর করেন।
মানবতার পরিবার কেন্দ্রিয় কমিটির পরিচালক মাসুদ রানা তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামে গঞ্জে মানবতার সেবায় যারা ভূমিকা রেখেছে এই সংগঠন তাদেরকে উপলব্ধি করেই এই সম্মননা ক্রেষ্ট প্রদান করছে। এই সংগঠন আরো প্রত্যাশা রাখে আগামী প্রজন্মরা এই ভাবে আরো বেশি গঠন মূলক সেবা দিয়ে দেশ ও সমাজকে সুন্দও ভাবে এগিয়ে নিবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031