॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত না করা এবং অপ্রতুল বরাদ্দে ক্ষোভ প্রকাশ করেছেন কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।
বুধবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় তিনি তাঁর দপ্তরে সাংবাদিকদের এইসব অভিযোগ করেন। এইসময় তিনি বলেন, আমি জনগণের প্রত্যক্ষ ভোটে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে বিপুল পরিমান ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। স্বাভাবিক কারনে জনগণের কাছে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমার যথেষ্ট দায়বদ্ধতা আছে। অথচ উপজেলা পরিষদের কোন উন্নয়ন কর্মকান্ডে মহিলা ভাইস চেয়ারম্যানকে সম্পৃক্ত করা হয় না এবং কোন সরকারি বিতরণ অনুষ্ঠানে আমাকে অবহিত করা হয় না, এমনকি চিঠি পর্যন্ত দেওয়া হয় না।
তিনি আরোও বলেন, বিশেষ করে মহিলা ভোটাররা আমাকে বেশী পরিমাণ ভোট প্রদান করেছেন, তাই মহিলারা তাঁর কাছে বেশী আসে, কিন্তু কোন বরাদ্দ মহিলা ভাইস চেয়ারম্যান এর অনুকূলে না থাকায় আমি তাদের দিতে পারি না। মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা আরোও জানান, কাপ্তাই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া অনেক অসহায় পরিবারকে ঘর দেওয়া হচ্ছে, কিন্ত মহিলা ভাইস চেয়ারম্যান এর মাধ্যমে একটি ঘর ও দেওয়া হয় নাই। এই ছাড়া টি আর, কাবিখা, ভিজিডি, ভিজিএফসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে মহিলা ভাইস চেয়ারম্যানদের উপেক্ষা করা হচ্ছে, ফলে তিনি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না। তিনি সরকারের নিকট প্রতিটি উন্নয়নমূলক কর্মকান্ডে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে সম্পৃক্ত করার দাবি জানান।
এদিকে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক সাংবাদিকদের জানান, করোনার কারনে গত অর্থ বছরে অনেক উন্নয়ন কর্মকান্ড সরকার করতে পারে নাই, তবে যেটুকু অতি গুরুত্বপূর্ণ সেগুলো করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান জানেন না, উপজেলা পরিষদের আইনে কি কি আছে। কোন খাত হতে কোন বরাদ্দ আছে, কার নামে বরাদ্দ আছে তিনি জানেন না।
উপজেলা চেয়ারম্যান মফিজুল হক আরোও জানান, এডিবি এবং জাইকার বরাদ্দ উপজেলা চেয়ারম্যান এর অনুকূলে আসে তিনি এই কমিটির সভাপতি এবং বাকি গুলোর ক্ষেত্রে তিনি উপদেষ্টা। উপজেলা পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড হতে মহিলা ভাইস চেয়ারম্যানকে ৮ লাখ টাকা এবং তাঁর নিজের বরাদ্দ ২ লাখ টাকাসহ ১০ লাখ টাকা দেওয়া হয়েছে এবং প্রতিটি সরকারি কর্মকান্ডে মহিলা ভাইস চেয়ারম্যানকে অবহিত করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি যোগদানের পর হতে সরকারি প্রতিটি কর্মকান্ডে মহিলা ভাইস চেয়ারম্যানকে সম্পৃক্ত করেছি, চিঠির মাধ্যমে অবহিত করেছি। উনি যদি না আসেন অফিস না করেন তাহলে জানবেন কি করে।