আবারো রাঙ্গামাটি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরীকে আবারো প্রার্থী ঘোষণা করেছে দলটি। আকবর হোসেন চৌধুরী মেয়র পদ ছাড়াও রাঙ্গামা টি জেলা যুবলী গের সভাপ তি পদের দা য়ি ত্ব পালন করছেন। সুত্র থে কে জানা গেছে, রাঙ্গামা টি থে কে দলের মনোনয়ন পেতে ৫ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তা রা হলেন, বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র হা বিবুর রহমান হা বিব, সাবেক জেলা প রিষদ সদস্য ম নিরুজ্জামান মহসীন রানা, পৌর আওয়ামী লীগ সভাপ তি মোঃ সোলাইমান ও পৌর আওয়ামী লী গের সহ সভাপ তি মঈন উ দ্দিন সে লিম। জানা গে ছে, মনোনয়ন প্রত্যাশী সবার ব্যাকগ্রাউন্ড, গ্রহনযোগ্যতা, জনপ্রিয়তা এবং কার কতটা জয় পাবার সম্ভাবনা আছে সেসব বিবেচনা করে দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড সর্বসম্মত এ সিদ্ধান্ত নিয়েছে।
রাঙ্গামা টি পৌরসভার ভোট গ্রহণের জন্য ১৪ ফেব্রুয়ারী তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারী।
উল্লেখ্য, ২০১৫ সালের পৌর নির্বাচনে আকবর হোসেন চৌধুরী নৌকা প্র তিক নিয়ে ১৭৯৪৩ ভোট পে য়ে মেয়র নির্বা চিত হ য়ে ছি লেন। ১০১৯৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্ধ ন্দ্বিতায় ছিলেন জেএসএস সম র্থিত প্রার্থী গঙ্গা মা নিক চাকমা। এছাড়াও বিএন পি সম র্থিত সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছিলেন ৭৩৫৫ ভোট, বি এন পির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম র বি পেয়েছিলেন ২৩৫৮ ভোট এবং আওয়ামী লী গের দুই বি দ্রোহী প্রার্থী সাবেক মেয়র হা বিবুর রহমান ২৯ ভোট, অমর ৪০ ভোট পেয়েছিলেন। লাঙ্গল প্র তিক নিয়ে শিব মিশ্র পেয়েছিলেন ২৪৭ ভোট।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031