বলিউড ছবির দাপুটে অভিনেতা ইরফান খান। শুধু ভারতই নয়, অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে সারা বিশ্বের দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। বলিউড ছাড়িয়ে হলিউডের বড় বড় ছবিতেও নিজের অভিনয় কারিশমা দেখিয়েছেন। এরইমধ্যে বিভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এ গুণী অভিনেতা। তবে তাকে যদি শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায় কেমন হবে ব্যাপারটা? ঠিক এমনটাই ঘটেছে। বর্তমানে সাকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু করেছেন ইরফান খান। ছবিতে একজন শাড়ির দোকানের মালিকের চরিত্রে দেখা যাবে তাকে। এজন্য ছবির কয়েকটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজের শরীরে শাড়ি জড়িয়েছেন তিনি। এরইমধ্যে ইরফানের এ শাড়ি পরা ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। সাকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’-এ ইরফানের পাশাপাশি অভিনয় করছেন সাবা কামার, অমৃতা সিং, যশপাল শর্মা, বিজয়কুমার দগরা প্রমুখ। আগামী ১২ই মে মুক্তি পাবে ছবিটি।