অচিরেই মিরসরাই হবে সিংগাপুর —মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

॥ মিরসরাই প্রতিনিধি ॥ চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই পৌরসভা শাখার উদ্যেগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ এপ্রিল) বিকালে কবির মেমোরিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী বলেন, অচিরেই মিরসরাই হবে সিংগাপুর। মিরসরাইয়ের অর্থনৈতিক জোন বাস্তবায়িত হওয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, এতে পাঁচ লক্ষাধিক লোকের কর্ম সংস্থান হবে। যার ফলে মিরসরাইতে আর কোন লোক বেকার থাকবেনা এবং বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পজোন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। মন্ত্রী আরো বলেন, বর্তমান  এই জনবান্ধব আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও জনগনের শান্তি নিশ্চিত করে, আর বিএনপি সরকারের  আমলে গাছ লুট, মাছ লুট, জনগনের সবস্ব আত্মসাৎ হয়। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার বলেও মন্ত্রী উপস্থিত সমাবেশের সাথে শ্লোগান ধরেন। মন্ত্রি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বচনের মতো আগামীতেও সারাদেশে আওয়ামীলীগের অধিনে সব নির্বাচনই সুষ্ঠু হবে। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মন্ত্রি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরসরাই পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবেন বলে জনসমাবেশে আশ্বাস দেন।
মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মিরসরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনের সঞ্চালনায় উক্ত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, সাবেক মিরসরাই পৌর মেয়র এম শাহাজাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সিরাজউদ্দৌলা, মিরসরাই পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু প্রমুখ।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার প্রথম প্রশাসক আজাহারুল হক চৌধুরী নওশা মিয়া, বারইয়ার হাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, ১ নং করের হাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চাঁদপুর গোভনীয়া ঢালা ও একটি একাডেমিক ভবন নির্মান কাজের উদ্ভোধন করেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031