খাগড়াছড়িতে দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন আজকের শিশুরাই আগামীতে সুন্দর একটি পরিবার, সমাজ, জাতি এবং দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে —–কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ “শিশুদের জন্য হ্যাঁ বলুন, শিশু অধিকার নিশ্চিত করুন” এই শ্লোগানকে সামনে রেখে জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন “শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় শিশু মেলা উপলক্ষে ২ দিন ব্যাপী (৩০-৩১মে) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে টিউফা আইডিয়াল স্কুলের প্রাঙ্গণে এই ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা প্রমুখ।
এসময় শিশু মেলার উদ্বোধন করতে গিয়ে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে সুন্দর একটি পরিবার, সমাজ, জাতি এবং দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে। তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে নিজেদের জীবনকে যথোপযুক্তভাবে কাজে লাগিয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠার চেষ্টা চালিয়ে যাবে। তিনি শিশুদের ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে পরিবার এবং সমাজের বোঝাকে হালকা করার আহ্বান জানান।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031