ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতায় সেরা হলেন রাঙ্গামাটির সাংবাদিক মুমু

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতার প্রথম হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।
বিপিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর্যটন স্থানগুলো তুলে ধরতে ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে ছিল- বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঘুরবো ডটকম’। প্রাকৃতিক সৌন্দর্য, প্রতœতাত্ত্বিক নিদর্শন, সমুদ্রসৈকত, ঐতিহাসিক স্থান, পাহাড়-পর্বত, দ্বীপাঞ্চল, জলা, বনসহ বাংলাদেশের যেকোনো ভ্রমণ স্থান নিয়ে লেখা । এ প্রতিযোগিতায় সারা দেশের অনেক দক্ষ অভিজ্ঞ লেখ অংশ নিয়েছিল। অবশেষে সারা দেশের হাজারো প্রতিযোগির মধ্যে রাঙ্গামাটির সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু’র ‘সবুজ পাহাড়ে মেঘের রাজ্য রাঙ্গামাটি’ শিরোনামের এ লেখাটি স্থান অধিকার করে। তার লেখা ও ছবি প্রকাশিত হয় ঘুরবোর বিশেষ পেজে। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি জিতে নেয়-সর্বোচ্চ পুরস্কার কক্সবাজারে যাতায়াতের এয়ার টিকিটসহ ওশ্যান প্যারাডাইসে ৩ দিন ২ রাত থাকার সুযোগ।
এব্যাপারে সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, তাছাড় ভ্রমনকাহিনী আর সম্ভব পর্যটন স্পর্ট নিয়ে নিয়ে লেখা-লেখি করার অভ্যাস আমার অনেক পুরোন। আমার প্রিয় প্রতিষ্ঠান- ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় এস বিষয়ে আমার অনেক অনেক ফিচার প্রকাশ হয়েছিল। সে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঘুরবো ডটকম’ ব্লগে লেখা প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছিনা সারা বাংলাদেশের প্রতিযোগিদের মধ্যে আমি প্রথম হয়েছি। আমার সাংবাদিকতায় ১১ বছরের জীবনে এটা আমার অর্জন।
প্রসঙ্গত, ২০১৭সালে ২৯ আগষ্ট বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঘুরবো ডটকম’ ‘সারা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা জায়গাগুলোর খবর জানাতে আয়োজন করেছিল ‘লিখবো আমি ঘুরবে সবাই” শিরোনামে প্রতিযোগিতা কথা দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশ হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930