
॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নতুন অস্থায়ী ছাত্রী হলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অস্থায়ী ছাত্রী হলের শুভ উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক আবদুল গফুর, ছাত্রী হলের সহকারী প্রভোস্ট ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস, সহকারী প্রভোস্ট ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ফারহা সুলতানা, ছাত্রী হলের সহকারী রেজিস্ট্রার টিংকেল খীসাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রী হলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাবিপ্রবির প্রথম নারী উপাচার্য হিসেবে যোগদানের পর থেকেই নানা প্রতিকূলতা কাটিয়ে তড়িৎ গতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার। বিশেষ করে শিক্ষার্থীদের স্থায়ী হল তৈরি, হলের নামকরণ করা, বিভিন্ন স্থাপনা, খেলাধূলার মাঠসহ শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।