রাঙ্গামাটিরসদরের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্বাচনী গণসংযোগ পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়নে সহবস্থান সৃষ্টি ও দূরত্ব কমাতে হবে–দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা, জীপতলী ও বালুখালীসহ ৩টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পথসভা, মতবিনিময় ও গনসংযোগ করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।
দীপংকর তালুকদার সোমবার (১ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুক ভাঙা, জীপতলী, মগবান, ও বালুখালীসহ বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গনসংযোগ করেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ২৬বছরেও বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করে মতবিনিময় সভায় দীপংকর তালুকদার বলেন, চুক্তি বাস্তবায়ন করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা না পেলে ২৬ বছর কেনো শত বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। তাই তিনি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সহবস্থান সৃষ্টি ও দূরত্ব কমানো আহ্বান জানান।
তিনি আরো বলেন, এলাকার সকল সম্প্রদায়ের অর্থনীতি মুক্তি ও উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে আসছে। তিনি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটসহ এলাকার বিভিন্ন উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নাছির উদ্দীন তালুকদার, শিক্ষা ও মানব সম্পাদক সাইফুল আলম সাইদুল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, রাঙ্গামাটি সদর উপজেলার সভাপতি দীপক চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: আবু মুছা, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক বিপুল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, যুগ্ম সম্পাদক মনসুর আহমেদ মান্না, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার চাকমা, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, বন্দুকভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান অমর কুমার চাকমা, জীপতলী ইউনিয়ন চেয়ারম্যান সুদত্ত চাকমা, জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930