
॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তক্ষকসহ এক উপজাতী ব্যবসায়ী নামে একজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সেনা সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টায় দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কমলাকান্ত কার্বারী পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তক্ষকসহ তাকে আটক করা হয়েছে।
এদিকে, নিরাপত্তাবাহিনীর হাতে আটক বুদ্ধ মনি চাকমা কমলাকান্ত কার্বারী পাড়ার রবীন্দ্র লাল চাকমার ছেলে এবং স্থানীয় তক্ষক ব্যাবসায়ী।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন সুত্রে জানা যায়, বুদ্ধ মনি চাকমার বাড়িতে তক্ষক রয়েছে এমন গোঁপন খবরের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম হোসাইন‘র নেতৃত্বে নিরাপত্তাবাহিনী কমলাকান্ত কার্বারী পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্য মতে তার ঘরে রাখা দুইটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
এদিকে তক্ষকসহ আটক বুদ্ধমনি চাকমা নিজেকে স্থানীয় তক্ষক ব্যবসায়ী বলে নিরাপত্তাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেছে, সে সহ স্থানীয় কয়েকজনের একটি সিন্ডিকেট খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও আশেপাশের এলাকা থেকে তক্ষক ধরে বিক্রয় করে আসছিলেন।
উদ্ধারকৃত দুইটি তক্ষকসহ আটক বুদ্ধ মনি চাকমাকে মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গিয়েছে।