খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

॥ লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে ঢাকার গণভবনে অনুষ্ঠিত তৃণমূল নেতাকর্মীদের সভা যাওয়ার আমন্ত্রণ না দেয়ায় খাগড়াছড়িতে আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা।
শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের কদমতলীস্থ সাংসদের বাসভবন এলাকায় আনন্দ র‌্যালী ও সমাবেশ করা হয়।
র‌্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
রণ বিক্রম ত্রিপুরা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীদের নিয়ে যে সভা অনুষ্ঠিত হচ্ছে তাতে জাহেদুল আলমকে ঢুকতে দেয়া হয়নি। তা থেকে প্রমাণ হয় তিনি আর আওয়ামীলীগে নাই। অতীতের মতো সুবিধাভোগী নেতাদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের সোচ্ছার থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করে ছোট ভাইয়ের পক্ষে কাজ করার জেরে জেলা আওয়ামীলীগে দ্বিধাদ্বন্দ্বের শুরু হয়। যা বর্তমানেও চলছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031