
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের সংবাদ সম্মেলনে যোগ দেয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে সংবাদ সম্মেলনে নোমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন। সংবাদ সম্মেলন শেষে ঢাকায় ফের পথে পোশাকধারী কয়েকজন পুলিশ নোমানকে ধরে নিয়ে যায় বলে যুগান্তরকে জানিয়েছেন তার ব্যক্তিগত গাড়িচালক জাহাঙ্গীর।
তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নোমান। বিকালে ওই সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে ঢাকায় ফেরার পথে টঙ্গী পৌরসভার কাছে স্যারকে (নোমান) গাড়ি থেকে আটক করে নিয়ে যায় কয়েকজন পুলিশ।
বিএনপি কেন্দ্রীয় এ নেতাকে আটকের বিষয়ে টঙ্গী থানায় যোগাযোগ করা হলে ওসি এ বিষয়ে পরে জানাবেন বলে জানান।
Post Views: ১০৬