পাহাড়ের সবাইকে শান্তিতে বসবাস করার আহবান—প্রধানমন্ত্রী

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ে শান্তি বজায় থাকুক এটাই আমরা চাই। কে পাহাড়ি কে বাঙালি সেটি বিবেচ্য নয়। পাহাড়ে সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে। আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ পূর্ণ পরিবেশ বিরাজ করুক।
রোববার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বান্দরবান ও বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাঙালি-পাহাড়ি সবাই মানুষ, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। দেশের সর্বত্রই শান্তি-নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ দরকার। আমরা দেশের সবখানে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন করছি। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক।
তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, যারা ফলাফল ভালো করতে পারেনি তাদের বকাঝকা করবেন না। বাবা-মাকে বলবো, তাদের প্রতি আরো মনোযোগী হবেন, তারা যেন পড়াশোনা করে যাতে আগামীতে ভালো ফল করতে পারে। অভিভাবক ও শিক্ষকদের এ অনুরোধ করি।
যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আর অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা পাস করতে পারোনি তাদের কেউ যেন হতাশায় নিমজ্জিত না হয়। হতাশ হবে না। আগামীতে লেখাপড়ায় মনযোগ দিতে হবে। মন দিয়ে পড়লে অবশ্যই ভালো ফল করবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031