
॥ নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস মোকাবেলায় নৌ-যান শ্রমিকেরা যাতে এই দূর্যোগকালীন সময় আনাহারে থাকতে না হয় সেজন্য শতাধিক নৌ-যান শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে করোনাকে ভয় নয়, সবাই মিলে করবো জয় এই শ্লোগানে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙ্গামাটি জোন এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় নৌ-যান শ্রমিদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, পিয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তৈল ১লিটার ও সাবান ১টি।
রাঙ্গামাটি রিজার্ভ বাজারে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙ্গামাটি জোনের কার্যালয় প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙ্গামাটি জোনের সভাপতি মোঃ সেলিম উদ্দীন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, রাঙ্গামাটি জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীস দাশ গুপ্ত, আসবাপত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল শুকুরসহ বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙ্গামাটি জোনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, আমাদের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্রদের মাঝে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করতে হবে। যাতে করে আমাদের মাঝে করোনা ভাইরাস সংক্রমিত হতে না পারে। আর যাতে করে এই সব খাদ্য সামগ্রী যথাযথ হতদরিদ্র পরিবার পাই তার জন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ক্রান্তিকালে রাঙ্গামাটি জেলায় কেউ যাতে অনাহারে না থাকে তার জন্য সকল এলাকার বিত্তবানদের স্ব-স্ব উদ্যোগে এগিয়ে আসার আহবান জানান তিনি।