অসহায় মানুষের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে ২০০৫ ব্যাচের ত্রাণ সামগ্রী হস্তান্তর

চট্টগ্রাম অফিস :: মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে অসহায় গরীবদের জন্য ১৫০ ব্যাগ ত্রাণ সামগ্রী প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত ২০০৫ ব্যাচের কর্মচারীরা। আজ ২২ এপ্রিল ২০২০ ইং বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের বরাবরে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চাল, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, পিঁয়াজ ও স্যাভলন সাবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অধীন ২০০৫ ব্যাচের কর্মচারী মোঃ জামাল উদ্দিন, সৈয়দ মোহাং এরশাদ আলম, মোহাম্মদ ছাদেক উল্লাহ, নিউটন বড়–য়া, নয়ন বড়–য়া ও কমল আচার্য্য।
ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীগুলো সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে কিছুটা হলেও উপকারে আসবে। এই মহামারীতে সমাজের বিত্তবানেরা হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসলে অসহায় লোকজন উপকৃত হবে। করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবেনা, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031