চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডিস ইনফেকশন অটো চেম্বার হস্তান্তর করলেন সিটি মেয়র

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার নাথের নিকট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন একটি ডিস ইনফেকশন স্প্রে অটো চেম্বার হস্তান্তর করেছেন। আজ সকালে নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা রোগীদের সেবাদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পিপিই পড়ে প্রবেশ ও বাহির হওয়ার সময় জীবাণুমুক্ত করণের লক্ষ্যে এই চেম্বার হস্তান্তর করা হয়। চসিকের আর্থিক সহায়তায় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কারিগরি সহযোগিতায় চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের এর তত্ত্বাবধানে এই অটো স্প্রে চেম্বার তৈরী করা হয়। এই চেম্বারটি বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে। চেম্বারে প্রবেশের ৪ সেকেন্ডের মধ্যই ক্লোরিন মিশ্রিত দ্রবণের স্প্রে কাজ সম্পন্ন হবে। স্প্রে কাজ সম্পন্ন করে পিপিই পরিহিত ব্যক্তি জীবানুমুক্ত হয়ে প্রবেশ ও বাহির হবেন। এই চেম্বার হস্তান্তর কালে মেয়র বলেন, বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় এই ধরনের ব্যবস্থা চালু হয়েছে। এই মহামারী চলাকালীন সময়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে, বিশেষ করে সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় এই সেনিটাইজিং পদ্ধত্বি অত্যন্ত কার্য্যকর। পর্যায়ক্রমে এই স্প্রে অটো চেম্বার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি বা বক্ষ ব্যধি হাসপাতাল, হলি ক্রিসেন্ট হাসপাতাল সহ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবাদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তাদের চাহিদানুযাযী প্রদান করা হবে। চেম্বার হস্তান্তরকালে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, চুয়েটের আবু আদনান, মো. রকিব উদ্দিন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে সিটি মেয়রের উপহার সামগ্রী প্রদান : চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তাঁর পরিচালিত প্রতিষ্ঠান এম.এইচ.চৌধুরী লিমিটেড ইউনিফেন্ট বশির আহমদ লি. ও মমতাজ শিপিং এজেন্সির পক্ষ থেকে প্রিয়া কমিউিনিটি সেন্টারে খাদ্য সামগ্রী উপহার তুলে দেয়া হয়েছে। ১৩ কেজি ওজনের উপহার প্যাকেটে অত্যাবশকীয় খাদ্য সামগ্রী রয়েছে। আজ প্রাথমিকভাবে ৭শত ৫০ পরিবারে মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। চলমান এই কার্যক্রমে পর্যায়ক্রমে ১৬ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই সময় মহিউদ্দিন আলী নুর মাঈনু সহ বন্দর শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930