বাইশারীতে অস্থায়ী করোনা বাজার বৃষ্টিতে লন্ডবন্ড !!

ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্দশা :: শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জনবহুল ও শিল্প এলাকা বাইশারী। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারী নির্দেশনা অনুযায়ী বাইশারী বাজারের কাচা তরকারী সহ অন্যান্য পন্য সামগ্রীর দোকান গুলু বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে স্থানান্তরিত করা হয় বিগত ২ মাস আগে। বর্তমানে প্রতিনিয়ত বৃষ্টির কারনে খোলা মাঠে ব্যবসায়ীদের মালামাল ও জনসাধারনের চলাচলে চরম দুর্দশায় পরিনত হয়েছে জানালেন একাধিক ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবেদক সরজমিনে অস্থায়ী করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে স্থাপিত কলেজ মাঠের বাজার পরিদর্শন করে দেখা যায় বর্তমানে অতি বৃষ্টির কারনে ব্যবসায়ীদের মালামাল ভিজে যাচ্ছে। জনসাধারনের চলাচলে চরম দুর্দশা, কাদা পানিতে ক্রেতাদের কাপড় চোপড় নষ্ট সহ নানা সমস্যার সম্মুখীন।
কাচা বাজার ব্যবসায়ী ফরিদুল আলম, ফজল কাদের, নুরুল কাদের সহ অনেকের সাথে কথা বলে জানা যায় , তারা সরকারের নির্দেশ মোতাবেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে রয়েছে চরম কষ্টে। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে অতি বৃষ্টির কারনে কাদা পানিতে লন্ডবন্ড হয়ে নষ্ট হচ্ছে মালা মাল। তাছাড়া পরিবেশের ভারসাম্য ও নষ্ট হয়ে যাচ্ছে।
সব মিলিয়ে বৃষ্টিপাতের কারনে এখন চরম দুর্দশায় পরিনত অস্থায়ী করেনা বাজার। ব্যবসায়ী নেতা ও কমিটির কোষাধক্ষ্য আবদুল করিম বান্টু জানান, দ্রুত কাচা বাজার সরিয়ে না আনলে ব্যবসায়ীদের বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেহেতু আগামীতে বৃষ্টি আরো বেড়ে যেতে পারে। এখন ও অনেক মালামাল নষ্ট হয়ে গেছে।
বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, অস্থায়ী বাজারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে জানানো হয়েছে। অচিরেই যে কোন একটা সমাধান হয়ে যাবে বলে আশা করেন। বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, ব্যবসায়ীদের কথা চিন্তা করে অস্থায়ী বাজারের বিষয়টি ইউ এন ও স্যার কে জানানো হয়েছে। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি মুঠোফোনে জানান, বাজার সভাপতি ও চেয়ারম্যান অস্থয়ী বাজারের বিষয়টি আমাকে জানিয়েছেন। অচিরেই সামাজিক দুরত্বে বজায় রেখে বাজার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এবিষয়ে তিনি চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে জানান।
কাচা বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারন দ্রুত অস্থায়ী বাজার সরিয়ে নেওয়ার দাবী জানান প্রশাসনের নিকট।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031