বান্দরবানে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলো ৪জন,সর্বমোট আক্রান্ত ৮৪

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান :: গেল ২৪ঘন্টায় বান্দরবানে ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে ,সনাক্ত ব্যক্তিরা বান্দরবান সদর উপজেলায় বসবাসরত। এ নিয়ে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। নতুন আক্রান্তদের বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশানে রাখা হয়েছে। বান্দরবানের স্বাস্থ্য বিভাগ আরো জানায় , বান্দরবান জেলায় এ পর্র্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ জন আর ২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ৯৮জন জন ছিল তার মধ্যে ১ হাজার ৩০ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে , প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ৭ জনকে ছাড় দেয়া হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান ,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৯শত ২৬জনের,তার মধ্যে রির্পোট মিলেছে ১হাজার ২শত ৬২ জনের,এদের মধ্যে ৮৪জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31