দ্বিতীয় দফায় হবে সংস্কার কাজ, ২৩ জুলাই থেকে ১০ দিন বন্ধ থাকবে কালুরঘাট সেতু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কালুরঘাট সেতুতে দ্বিতীয় দফায় সংস্কার কাজের জন্য আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১০ দিনের জন্য যান চলাচল বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধার প্রকৌশলী মো. সুবক্তগীন গনমাধ্যমকে বলেন, এ সময়ে কালুরঘাটের সেতুর সংস্কার কাজ হবে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এর আগে এ বছরের ১৪ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১০ দিন বন্ধ রেখে প্রথম দফা সংস্কার কাজ চালিয়েছিল রেল কর্তৃপক্ষ। মেয়াদোত্তীর্ণ ৯০ বছর বয়সী এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দৈনিক প্রায় ১ লাখ লোক চলাচল করে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031