খুলশী কমিউনিটি পুলিশিং বৈঠকে নবনিযুক্ত ওসি শাহিন উজ্জামান শাহিন : মাদক বিক্রি ও সেবনকারীদের ছাড় দেয়া হবেনা

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর খুলশী থানা কমিউনিটি পুলিশিং বিট (নং-৪৭) কমিটির উদ্যোগে কিশোর গ্যাং, সন্ত্রাস ও মাদক বিরোধী বৈঠক অনুষ্ঠিত হয়। অদ্য ৫ অক্টোবর সোমবার সকালে স্থানীয় তুলাতুলি মাদ্রাসা গেট প্রাঙ্গণে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, খুলশী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উজ্জামান শাহিন। কমিউনিটি পুলিশিং বিট (নং-৪৭) কমিটি ও তুলাতলী মহল্লা কমিটির সভাপতি মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা তদন্ত ওসি কবির আহমদ। বক্তব্য রাখেন, খুলশী থানার এ. এস.আই জাহাঙ্গীর আলম, আবু হুরায়রা জামে মসজিদের ইমাম মাও. ফরিদ আহমদ, মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাও. আনসারী,শিক্ষক মাও.বশর, মহল্লা কমিটির সা:স: মো. ফরিদ, সিরাজুল ইসলাম লিটন, আলহাজ্ব মাহবুব উল আলম, আলম মোল্লা, মো. মোরশেদ, আব্দুল খালেক, আনোয়ারা আলম, ওয়ার্ড যুবলীগ নেতা মুরিদুল আলম লিটন, মো. এরশাদ,মো. উজ্জল, শফিকুল ইসলাম শফিক, আবুল কালাম সওদাগর, মো. বাদল, আব্দুল মালেক সওদাগর, সাধন চন্দ্র রায়, রুমি বেগম, নার্গিস আক্তার, মোহাম্মদ জুয়েল, মে. আরাফাত, মো. শুক্কুর, মো.সবুজ, মো. রাসেল, মো. মামুন, মোহাম্মদ আল-আমিন প্রমূখ। বৈঠকে মাদক বিক্রি ও সেবনকারীদের কোন প্রকারের ছাড় দেয়া হবেনা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমরা চাই যুব সমাজ মাদক ছেড়ে ভালো পথে আসুক। কিশোর গ্যাংদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখনো সমযয় আছে ভালো পথে ফিরে এসে দেশ ও মানবতার সেবায় এগিয়ে আসুন। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031