চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতন সামাজিক ব্যাধির মত নানান অপকর্ম সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যার প্রমাণ নোয়াখালী বেগমগঞ্জের রোজী আক্তার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তাঁরা বলেন, বলেন, কিশোর ও তরুণ গ্যাংস্টার’রা মাদকের প্রভাবে বেপরোয়া হয়ে অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে অমানবিক হত্যাকা- সংঘঠিত করছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নোয়াখালী বেগমগঞ্জে রোজী আক্তারকে ধর্ষণ ও অমানবিক শারীরিক লাঞ্ছিতকারীরা এ সমাজের মুখোশদারী চিহ্নিত শত্রু। তাদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। গতকাল সকালে জামাল খান এলাকায় চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মানববন্ধন পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র সহ-সভাপতি শ্যামল নাথ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান, চট্টগ্রাম নারী মুক্তি আন্দোলনের উত্তর জেলা মহিলা সভানেত্রী কল্পনা রানী, বাসদ নেতা মিঠুন চক্রবর্ত্তী, শ্রমিক নেতা টুটুল নেতা টুটুল দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা হেদায়েতুল ইসলাম, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মো . আজগর আলী, সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ আলম, হারুন আশরাফী, সালমা আক্তার চৌধুরী, ওলামা লীগের মৌলানা মুহাম্মদ বখতেয়ার আশরাফী, সাংবাদিক জামাল উদ্দিন, সংগঠক বাহার মজুমদার, কামাল হোসেন রুনু, শেখ মোহাম্মদ ফারুক, মুহাম্মদ যমুনা, মাওলানা আতিকুর রহমান, সাংবাদিক এ.কে. কামরুল হোসেন, ইমরুল মুৎসুদ্দী, মানবাধিকার সংগঠক শহীদুল ইসলাম, জামাল হোসেন, অলি আহমেদ, শিল্পী পলি আক্তার আশরাফী, শিল্পী নিচিন্ত্য কুমার দাশ, শিল্পী নরেন দাশ, জি.এম. মোস্তফা, কামাল উদ্দিন সান্টুু, প্রীতম ঘোষ, পলিন খান প্রমুখ বক্তব্য রাখেন।