শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন করে কেউ প্রশ্নপত্র ফাঁস করার সুযোগ পাবে না। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।২৯ মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় তিনি এ সব কথা বলেন।সভায় মন্ত্রী বলেন, ইতোমধ্যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। নজরদারিতে রয়েছে আরও অনেকে। প্রমাণ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে গুরুত্ব দিয়ে মনিটরিং করছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা সচিব মো. আলমগীর হোসেন ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।সারাদেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন করে কেউ প্রশ্নপত্র ফাঁস করার সুযোগ পাবে না। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।২৯ মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় তিনি এ সব কথা বলেন।সভায় মন্ত্রী বলেন, ইতোমধ্যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। নজরদারিতে রয়েছে আরও অনেকে। প্রমাণ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে গুরুত্ব দিয়ে মনিটরিং করছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা সচিব মো. আলমগীর হোসেন ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।সারাদেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031