পাহাড়ী ছাত্র সংগঠন গুলো ক্লাস চলাকালীন সময়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় স্কুলের শিক্ষার পরিবেশন নষ্ট হচ্ছে —- দীপংকর তালুকদার

॥ কাপ্তাই সংবাদদাতা ॥ পাহাড়ে আঞ্চলিক সংগঠন গুলো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক অগণতান্ত্রিক অনুষ্ঠানের কারণে শিক্ষার গুণগত মানে মারাত্মক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, পাহাড়ী ছাত্র সংগঠন গুলো ক্লাস চলাকালীন সময়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর কারণে স্কুলের শিক্ষার পরিবেশন নষ্ট হয়ে যাচ্ছে। তাদের দাপটে দুর্গম পাহাড়ের স্কুলের শিক্ষকরা ভয়ে তঠস্থ থাকে। তিনি বলেন, তেমনি নাণিয়ারচর কলেজের তাদের অগণতান্ত্রিক অনুষ্ঠান পরিচালনার ফলে কলেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নানিয়ারচর কলেজকে হুশিয়ারী দিয়ে পত্র দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৮ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাপ্তাই এর সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরীর সভাপতিত্বে স্কুল মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর। আলোচনার শুরুতে স্বাগত ব্ক্তব্য রাখেন চিৎমরম উচ্চ বিদালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মার্মা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আবারোও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে অনেকদূর। সমগ্র পার্বত্য চট্রগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তিনি বলেন, কিছু অবৈধ অস্ত্রধারী এই পার্বত্য চট্রগ্রামকে অস্হিতিশীল করতে চায়, তাই এই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পার্বত্য চট্রগ্রামে আগামী সংসদ নির্বাচনে এর বিরুপ প্রভাব পড়বে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930