বান্দরবানে :: আমরা সচেতন থাকতে পারলে এই ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারবো—মোহাম্মদ দাউদুল ইসলাম

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বান্দরবান বাজারের দোকানে দোকানে লিফলেট বিতরণ করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
বুধবার (১৮ মার্চ) বিকালে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় বাজারের বিভিন্ন দোকানের মালিক, কর্মচারী ও পথচারীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।
উক্ত লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সচেতন থাকতে পারলে এই ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারবো। এজন্য বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে। এসময় তিনি আরো বলেন, আমাদের বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা যেন সঠিকমত কোয়ারেন্টাইন পালন করে সে ব্যাপারেও খোঁজ খবর রাখা হচ্ছে। কেউ যদি এই নির্দেশনা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930