রাঙ্গামাটিতে ২ সপ্তাহ ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। রাঙ্গামাটির ২টি পৌরসভা এবং ১০টি উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৮০৯৮১ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার (৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। এসময় রাঙ্গামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার, মোঃ শওকত আকবরসহ হাসপাতালের ডাক্তার ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১০৬টি কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার শিশুকে এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে।
এবার রাঙ্গামাটিতে ক্যাম্পেইন চলাকালীন সময় ৬ মাস থেকে ১১মাস বয়েসী ৮৯১৮ জন শিশুকে নীল রং এর এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২০৬৩ জন শিশুকে ১টি করে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ অক্টোবর থেকে ২ সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে রাঙ্গামাটি জেলায় একটি শিশুও যাতে বাদ না পরে তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। সিভিল সার্জন আরো জানান, করোনা মহামারী মোকাবেলায় রাঙ্গামাটি জেলার প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছসেবী কর্মীরা সকল স্বাস্থ্য বিধি মেনে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে সকল ধরনের ট্রেনিং দেয়া হয়েছে। এছাড়া রাঙ্গামাটির কয়েকটি প্রত্যন্ত দূর্গম এলাকার কথা মাথায় রেখে যাতে এ সব এলাকার কোন শিশু এই কর্মসূচী থেকে বাদ না যায় সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর সুষ্ঠু তদারকি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক মনিটিরং টিম কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পেইন এ জেলার ৫০টি ইউনিয়ন ও ১৫৯টি ওয়ার্ডের ১৩১৫ টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের এসব ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কাজের জন্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাড়া কেন্দ্রসহ ২২০১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী ৪২৯ জন এবং ২৪১ জন তদারককারী নিযুক্ত রয়েছেন।
বাঘাইছড়িতে ১৯৫ সালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে এবার একযোগে ১৯৫টি স্থানে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন চলছে। ৬ মাস হতে ১১ মাস বয়সীদের জন্য নীল এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ডসহ মোট-১৯৫টি স্থানে ৪ অক্টোবর/২০২০ হতে এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, স্বাস্হ্য সহকারী ও ভলেন্টিয়ার দ্বারা এই কার্যক্রম ০৪ ই অক্টোবর-হতে আগামী ১৭ ই অক্টোবর- ২০২০ পর্যন্ত চলবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031