বোয়ালখালীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশু আহত

বোয়ালখালীতে ভবনের উপর দিয়ে যাওয়া ১১হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে মো.রাব্বি (১৪) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

৭ মে রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার এক ভবনের ছাদে ক্রিকেট খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়।

আহত রাব্বি পূব গোমদন্ডীর ইকবাল হোসেনের ছেলে। সে গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তারা মীর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে রাব্বি পিতা উকবাল হোসেন জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানিয়েছে, রবিবার সন্ধ্যায় দিকে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে বলে জানান তিনি।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930