পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমার সংক্ষিপ্ত পরিচিতি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি-কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলেন-জন্ম তারিখ ১৫ জানুয়ারী ১৯৫৬। শিক্ষাগত যোগ্যতায় তিনি মাষ্টার অব ডিফেন্স স্ট্যাডিজ (১ম শ্রেণী) জাতীয় বিশ^বিদ্যালয়, বাংলাদেশ ডিগ্রী লাভ করেন।
সামরিক কর্মজীবনে তিনি ২৫ ডিসেম্বর ১৯৭৭ তারিখে কমিশন প্রাপ্তঃ ২য় শ্রেষ্ঠ ক্যাডেট হিসাবে সেনাবাহিনী প্রধানের কেইন অর্জন করেন। তার কর্মজীবন অত্যন্ত বর্ণাঢ্যময়, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন পদবীতে স্টাফ অফিসার হিসাবেও কর্মরত ছিলেন। তিনি দুইটি পদাতিক ব্যাটলিয়ন ও পদাতিক ব্রিগেড সাফল্যের সাথে কমান্ড করেন। তিনি সেনা সদর দপ্তরের মাষ্টার জেনারেল অর্ডন্যান্স হিসাবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন।
সামরিক প্রশিক্ষণ গ্রহণের মধ্যে তিনি সাফল্যের সাথে বিভিন্ন গুরুত্বপুর্ণ কর্মকান্ডে অংশগ্রহণ করেন যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ ইনফেন্ট্রি লাইন এন্ড হেভি ওয়েপন কোর্স (১৯৮৩) গুয়াংজু, মিলিটারী একাডেমী, গুয়াংজু, গণপ্রজান্ত্রী চীন, আর্মি স্টাফ কোর্স (১৯৮৯-১৯৯০) কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর-১২, ঢাকা বাংলাদেশ জার্মান, ভাষা কোর্স (১৯৯০-১৯৯১) ফেডারেল ইনষ্টটিউট অব লেঙ্গুয়েজেস, কোলেন, জার্মানী, কমান্ড এন্ড স্টাফ কলেজ (১৯৯১-১৯৯২) কমান্ড এন্ড ষ্টাফ কলেজ, হামবুর্গ, জার্মানী, ন্যাশনাল ডিফেন্ড কোর্স (জানুয়ারী-ডিসেম্বর-২০০২), ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা, বাংলাদেশ, সিনিয়ন ইন্টারন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স (২০০৭) মন্টেরি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
তিনি জাতিসংঘ পরিমন্ডলেও সাফল্যের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কুটনৈতিক পরিমন্ডলেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখেন। মিয়ানমার প্রজাতন্ত্রে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নবাগত চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। তার মধ্যে উল্লেখ্যযোগ্য অষ্ট্রেলিয়া, বেলজিয়াম, ভূটান, কানাডা, চায়না, ডেনমার্ক, ফান্স, জর্জিয়া, জার্মানি গ্রীস, হলেন্ড, ইন্ডিয়া, লুকসেমবুর্গ, মালয়েশিয়া, মিয়ানবার, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সুইডেন, থাইলেন্ড, তুরস্ক সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30