পটিয়ায় ৬শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পটিয়া প্রতিনিধি :: পটিয়ার শোভনদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৭ মার্চ শুক্রবার ইউনিয়নের ৬শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় শোভনদন্ডী প্রাইমারী স্কুল মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রোটারিয়ান মো. শহীদুল ইসলাম চৌধুরী। পটিয়া উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মো. আইয়ুব আলী, পটিয়া উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম, পটিয়া পৌরসভার সাবেক কমিশনার ইব্রাহিম হোসেন। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল হক, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আবু বক্কর, মো. শফি, মেম্বার নুরুল আবছার, সেলিম উদ্দিন, সালাহউদ্দিন, আইয়ুব জাহাঙ্গীর, সোলায়মান, আনোয়ার, সোহেল, জাফর, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, রিশাদ, সাকিব, রবিউল, রিমন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মানবতার সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। তিনি বলেন, ১৭ বছর এ দেশ কারাগার ছিল। মানুষ কথা বলতে পারেনি। মানবতা লংঘিত হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ইফতার সামগ্রী বিতরণ করছি। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31