
॥ বিশেষ প্রতিবেদক, বাঘাইছড়ি ॥ ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজারে আটকা পড়েছে অনেক পর্যটক। আটকে পড়াদের উদ্ধারে উপজেলা প্রশাসনের সহায়তায় কাজ করছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক মাচালং বাজার সংলগ্ন সড়কে অতি বৃষ্টির কারনে মাচালং নদীর পানি বেড়ে থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়রা বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলাতে করে সাজেকে আটক পর্যটকদের পারাপার করা হচ্ছে। তারা জানান, সড়কের উপরে আনুমানিক ৫/৬ ফুট পানি আছে। এ অবস্থায় কোনোভাবে গাড়ী চলাচল সম্ভব নয়। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন ‘আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।