থানচিতে নব নির্মিত ৯টি প্রকল্পের উদ্বোধন ও সমাবেশ থানচিকে মডেল উপজেলা পরিণত করা হবে ——-বীর বাহাদুর এমপি

থানচিতে নব নির্মিত ৯টি প্রকল্পের উদ্বোধন ও সমাবেশ
থানচিকে মডেল উপজেলা পরিণত করা হবে
——-বীর বাহাদুর এমপি
॥ অনুপম মারমা, থানচি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেছেন, বান্দরবান জেলা এক সময় থানচি ছিল পিছিয়ে পড়া অবহেলিত উপজেলা। ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী সাংগু সেতু উদ্বোধনের যোগাযোগে এক ধাব এগিয়ে নিয়েছে। ২০১২ থেকে ২০১৭ সালে মধ্যে পার্বত্য মন্ত্রনালয় থানচিকে একটি মডেল উপজেলা পরিনত করার লক্ষ্যে ইতিমধ্যে বিদ্যুতায়নসহ, উপজেলা পরিষদ ভবন, ইউপি ভবন, অভ্যন্তরীণ সংযোগ সড়ক, ব্রিজ কালভার্ট, অবকাঠামো ইত্যাদি নির্মাণ করেছে। অচিরে থানচি হবে পর্যটন শিল্পের প্রধান আকর্ষণীয় অঞ্চল হিসেবে বিশ্ব ব্যাপী সুপরিচিতি করবে। থানচি উপজেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষনা করেছেন এবং  বাস্তবায়ন কাজ চলছে। থানচি উপজেলা হত দরিদ্র জনসাধানের জন্য সরকারে উন্নয়নের পার্বত্য মন্ত্রনালয়, উন্নয়ন বোর্ড,জেলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যৌথভাবে কোটি কেটি টাকা বরাদ্ধ দিয়েছে এবং উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখা এবং পার্বত্য চট্টগ্রামে সার্বিক শান্তির শৃংখলা রক্ষায় পূনঃরায় আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের রায় দিয়ে সহযোগীতা করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা নব নির্মিত ৯টি প্রকল্পের উদ্বোধন শেষে  থানচি বাজার প্রাঙ্গঁনে স্থানীয় আওয়ামীলীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জনসভায় জেলা আঃ লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ফিলিপ্স ত্রিপুরা, মোজাম্মেল হক বাহাদুরসহ উপজেলার, ইউনিয়ন আঃ লীগের নেতৃবৃন্দ প্রমূখ। সভা শেষে  হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন, ভিজিডি কার্ডধারীদের চাউল, শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। এর আগেই বিএনপি ও জনসংহতি সমিতি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
থানচিতে সকালে এসে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ের নব নির্মিত ও বাস্তবায়িত প্রকল্পের মধ্যে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের ভবন, সদর ইউপি ভবন, সেগুম ঝিড়ি সেতু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, হাইলমারা পাড়া রাস্তা,বাগান পাড়া রাস্তা, হিন্দু পাড়া রাস্তা, মংনাই পাড়া অভ্যন্তরীণ সংযোগ রাস্তা, দাকছৈ পাড়া বৌদ্ধ বিহারের উপাসকদের ভাবনা কেন্দ্র নির্মিত ভবন শুভ উদ্বোধন করেন।
উদ্ভোধনের সময় জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ সরকারি ১৭ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031