রাঙ্গামাটিতে জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটিতে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দলের কয়েশ নেতা কর্মী এই অবস্থান কর্মসূচীতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচী চলাকালে জেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি রবিন্দ্র লাল দে, সাধারণ সম্পাদক দীপেন দেওয়ান, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মোঃ সায়েম, দেবজ্যোতি চাকমা, মোঃ ইলিয়াছ, মিনারা আরশাদ, জাহাঙ্গীর আলম তালুকদার, আবুল হোসেন বালি, আবুল কাসেমসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি কারণে সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান অগতান্ত্রিক সরকার একের পর এক গণবিরোধী কাজ করে চলেছে। এতে ‘সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
সভায় বক্তারা আরো বলেন, আমাদের রাজনৈতিক যে কথা বলার যে ক্ষমতা, গণতান্ত্রিক পরিসর তাকেও সঙ্কুটিত করা হচ্ছে এবং আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। প্রতিটি ক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি করে রাখছে।
বক্তারা অবিলম্বে নির্দলীয় সরকারের নির্বাচন দিয়ে সবদলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার কায়েম করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বলতে চাই গ্যাসের মূল্য বাড়ানো যাবে না। গ্যাসের মূল্য কমাতে হবে। এটা দেশের জনগণের সকলের দাবি।’

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30