বিমানে চড়ে ঘুরে আসুন মাত্র ১১৪১ টাকায়

নয়াদিল্লি : উৎসবের জন্য নতুন অফার শুরু করল ইন্ডিগো৷ পর্যটকদের উৎসবে আনন্দ দিতে সংস্থা বিমানভাড়া রেখেছে ১ হাজার ১৪১ টাকা৷ জম্মু থেকে শ্রীনগর যেতে গেলে গুনতে হবে এই ভাড়া৷ তবে এখানেই শেষ নয়৷ সংস্থা আরও অনেক জায়গার ক্ষেত্রেও অফার দিচ্ছে৷

দিল্লি-চণ্ডীগড়ের বিমানভাড়া ১ হাজার ১৪৫ টাকা, চণ্ডীগড়-দিল্লির ভাড়া ১ হাজার ১৪৭ টাকা, শ্রীনগর-জম্মুর ভাড়া ১ হাজার ১৮১ টাকা৷ এছাড়া ইন্ডিগো আরও কয়েকটি অফার এনেছে৷ দিল্লি-লখনউয়ের বিমানভাড়া ১ হাজার ২৯৭ টাকা, লখনউ-দিল্লির বিমানভাড়াও একই৷ কলকাতা-ভুবনেশ্বরের ভাড়া ১ হাজার ২৯৯ টাকা, আহমেদাবাদ-দিল্লির বিমানভাড়া ১ হাজার ৪৪৭ টাকা, কোলকাতা-রাঁচির ভাড়া ১ হাজার ৭৯৯ টাকা৷ শুধু তাই নয়৷ মুম্বই, গোয়া, কলকাতা, কোচি, রাঁচি, অমৃতসর, গুয়াহাটি ও পোর্ট ব্লেয়ারের ক্ষেত্রেও ন্যূনতম ভাড়া রেখেছে ইন্ডিগো৷ ইন্ডিগোর ওয়েবসাইটে এই দামে টিকিট পাওয়া যাচ্ছে৷ ২৬ অক্টোবর, ২০১৭ থেকে ১৫ এপ্রিল, ২০১৮-র মধ্যে যাত্রা করলে এই অফার পাওয়া যাবে৷ যাত্রা করার ১৫ দিন আগে বুকিং করলে এই অফার প্রযোজ্য হবে৷

এমাসের গোড়ার দিকে মাত্র ২হাজার ৩৯৯ টাকায় বিদেশ ঘোরার অফার চালু করে এয়ার এশিয়া৷ ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে ভাড়া ১ হাজার ২৯৯ টাকা৷ ২ অক্টোবর থেকে শুরু হয়েছে এই অফার৷ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত৷ যাত্রার সময়সীমা ২ অক্টোবর থেকে ৩১ মার্চ৷ বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা, কোচি ও নয়াদিল্লি সহ বেশ কয়েকটি জায়গার জন্য প্রযোজ্য এই বিশেষ ডিসকাউন্ট৷

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031