রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা থেকে ৫ ইউপি মেম্বারসহ ২০জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে ৫ ইউপি মেম্বারসহ ২০ জনকে অপহরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দ্পুুরে একদল অস্ত্রধারী এই অপহরণের ঘটনা ঘটায়। অপহৃতরা সকলেই গণতান্ত্রিক ইউপিডিএফ এর সমর্থক বলে জানা গেছে। প্রতিপক্ষ গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ৩ নং বন্দুকভাঙ্গা ইউনিয়নের ভাঙ্গামুড়া নামক স্থানে ৩০/৩৫ জনের একদল অস্ত্রধারী মিটিং এর কথা বলে ইউপি মেম্বারসহ ২০ জনকে ডেকে নিয়ে যায়। তাদেরকে ইঞ্জিন বোটে করে প্রথমে ভাঙ্গামুড়া পরে ত্রিপুরা ছড়া এলাকায় নিয়ো যায়। এর পর তারা আর ফিরে আসেনি।
এদিকে অপহৃত সকলেই নানিয়ারচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে ১২জনের নাম পাওয়া গেছে। এর হলেন, সাবেক্ষং ইউনিয়নের রতন দিব চাকমা, রিপেন চাকমা, পরানধন চাকমা, চিচিরময় চাকমা, রুমী চাকমা, চম্পা চাকমা, রত্মা চাকমা, এবং নানিয়ারচর ইউনিয়নের প্রিয়লাল চাকমা, পূর্ণ কুমার চাকমা, বাবুল বিকাশ চাকমা, রিতন চাকমা, নানিয়াচরের সাবেক মেম্বার সেন্টু চাকমা। বাকী ৮ জনের নাম পাওয়া যায়নি।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, অপহরণের ঘটনা তারা শুনেছেন তবে লোকজন নানিয়ারচর উপজেলার বাসিন্দা হলেও ঘটনাটি ঘটেছে নানিয়ারচরের বাইরে।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া জানায়, অপহরণের বিষয়ে তারা শুনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি বলে তিনি জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031