খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের অবস্থান কর্মসূচী

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর উদ্যোগে অবস্থান কর্মসূচী অদ্য ৮ মার্চ ২০১৮ ইং দুপুর ১২ ঘটিকার সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সভাপতি এড. মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচী সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. মোঃ জহুরুল আলম। অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দীন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. নুরুদ্দিন আরিফ চৌধুরী, নগর বিএনপি’র সহ-সভাপতি যথাক্রমে এড. আব্দুস সাত্তার ছরোয়ার, এড. মফিজুল হক ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এড. আজিজুল হক চৌধুরী, এড. কাজী মোঃ সিরাজ, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. শাহাদাৎ হোসেন, ইসলামিক লইয়ার্স কাউন্সিলের নেতা ও আইনজীবী ঐক্য পরিষদের সমন্বয়কারী এড. শামসুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. সেকান্দর বাদশা, এড. এইচ.এস আবুল হাসান, আইনজীবী ফোরাম নেতা এড. আব্দুল খালেক শাহাজান, এড. কাশেম চৌধুরী, এড. আবুল হাসান শাহাব উদ্দীন, এড. ফৌজুল আমিন, এড. শাহাদাৎ, এড. মোঃ মাইনুদ্দীন, এড. হারুন অর রশীদ, এড. আলী হাসান ফারুক, আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাছিমা আকতার চৌধুরী, এড. হাসান মাহমুদ চৌধুরী, এড. সৈয়দ আহাম্মদ শিকদার, এড. তাজুল ইসলাম, এড. মুরশীদ আলম, এড. কবির হোসেন, জেলা আইজীবী সমিতির অর্থ সম্পাদক এড. সফিউল হক চৌধুরী সেলিম, পাঠাগার সম্পাদক এড. নুরুল করিম এরফান, এড. সালেহ উদ্দীন তুষার, এড. আজিজুল হক, এড. ফারুক আহমদ সেলিম, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এড., এনামুল হক, এড. মোঃ লোকমান, এড. মোঃ ইয়াছিন, এড. দেলোয়ার হোসেন, এড. শাহাব উদ্দীন কুতুবী, এড., আব্দুল সবুর, এড. আবুল মনসুর শিকদার, এড. আনোয়ার হোসেন, এড. খাইরুদ্দীন মুহাম্মদ হিরু, এড. মোঃ হাবিব, এড. কে এম সাইফুল, এড. আইনুল কামাল, এড. মাইনুদ্দীন, এড. সরওয়ার লাভলু, এড. জেবুন নাহার লিনা, এড. আব্দুল্লাহ আল মামুন, এড. মেজবাহ উদ্দিন, এড. নাজমুল হক, এড. তৌহিদুল ইসলাম, এড. তৌহিদ হোসেন শিকদার প্রমুখ। বক্তারা বলেন, দেশে আইনের শাসন নাই, বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় সরকারে প্রভাবিত ও নির্দেশিত মতে ফরমায়েসী রায়ে কারাগারে আছেন। গণতন্ত্রের স্বার্থে, অবাধ, নিরপেক্ষ, অংশ গ্রহণমূলক জাতীয় নির্বাচনের স্বার্থে খালেদা জিয়াকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30