জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে–ভূমি প্রতিমন্ত্রী জাবেদ

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুনগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। গত কয়েক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। ফলে পাল্টে গেছে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি। তিনি বলেন, বর্তমান সরকারের সাফল্যের তালিকায় নি:সন্দেহে শিক্ষা। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি রোধে প্রথিতযশা ইতিহাসবিদদের নিয়ে সংশোধন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংযোজন করেছে সরকার। বর্তমান প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় বীরদের সঠিকভাবে জানতে পারছে।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আধুনিক ও সময়োপযোগী কারিকুলাম অনুসারে পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে। দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে ইতোমধ্যে নতুন কারিকুলামে পাঠ্য বই তৈরি করে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরিসহ সকল ধারার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার ভূমিকা আড়াল করা হয়েছিল, যা নতুন প্রজন্ম আজ জানার সুযোগ পাচ্ছে। সরকারের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বিজ্ঞান মনস্ক শিক্ষানীতির ফলে একটি আদর্শ প্রযুক্তিনির্ভর শিক্ষিত জাতি গড়ে উঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি গত ২২ মার্চ ২০১৮ইং বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বৎসর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যথাক্রমে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুউদ্দিন হাসান চৌধুরী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান, এসি ল্যান্ড শামীমা আক্তার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, মোহাম্মদ জসিম উদ্দিন, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি স¤্রাট, সাতকানিয়া উপজেলা আওয়ামলীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুছ, কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারেজ মোহাম্মদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা মোর্শেদুল আলম নিবিল, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031