খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলন :: পাহাড়ি-বাঙালি সব মানুষের সম-মর্যাদা প্রতিষ্ঠাই মহান মুক্তিযুদ্ধের চেতনা—-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের সম-মর্যাদা প্রতিষ্ঠাই মহান মুক্তিযুদ্ধের চেতনা। উনিশ’শ একাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিকশিত জাতি রাষ্ট্রের প্রতিটি সংগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মনোবাসনাই হলো জাতির মুক্তি এবং সমৃদ্ধি। সেই সমৃদ্ধি অর্জনের জন্যই সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা জরুরী। জাতির পিতার আদর্শিক পথ ধরে বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সেই কর্মতৎপরতাই অব্যাহত রেখেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)-খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।
বিএইচআরসি-খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি এড. মহিউদ্দিন কবির বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিইএচআরসি’র জাতীয় নির্বাহী কমিটি’র মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় গভর্নর সেতারা গাফফার, ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, ইঐজঈ’র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, ইঐজঈ’র ডেপুটি গভর্নর মোঃ রফিকুল ইসলাম, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা. সুপ্রিয় বড়–য়া, বান্দরবান জেলা শাখার সভাপতি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, খাগড়াছড়ি জেলা শাখার নির্বাহী সভাপতি ক্রইসাঞো চৌধুরী, ইঐজঈ’র বিশেষ প্রতিনিধি নু. শৈ. প্র“., বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া কিবরিয়া, বান্দরবান জেলা নির্বাহী সভাপতি এবং বিশেষ প্রতিনিধি নীলিমা আক্তার নীলা. ঢাকা মহানগর উত্তর-পূর্ব অঞ্চলের নির্বাহী সভাপতি মোঃ জাকিউল কবির, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মৌসুমী সুলতানা শান্ত, তপন কান্তি বড়–য়া, বান্দরবান জেলা শাখার সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন ইঐজঈ’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এড. মহিউদ্দিন কবীর।
সম্মেলন পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিং থুই মারমা।
ইঐজঈ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলা এবং জেলা অধিভুক্ত সকল উপজেলা, পৌরসভা শাখার মানবাধিকার কর্মীগণ এই সম্মেলনে যোগ দেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30