চসিক নির্বাচন :: মনোনয়ন ফরম জমা দিলেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে মনোনয়ন ফরম জমা দেয়ার এমন উৎসবমুখর দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় ঘিরে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

খেলার মাঠে প্রতিপক্ষে ভালো খেলোয়াড় না থাকলে খেলা জমে না। তাই আমি সব প্রার্থীকে সমান চোখে দেখছি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

এম রেজাউল করিম চৌধুরী বলেন, মেয়র হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম কাজ জলাবদ্ধতা নিরসন করা। জলাবদ্ধতা নিরসনে চলমান কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে অনেকাংশেই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জনগণ। তাছাড়া পূর্ববর্তী মেয়রের অসম্পন্ন কাজ সম্পন্ন করবো।

বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করছে-এ ব্যাপারে তিনি বলেন, বিএনপি শুধু অভিযোগ আর সমালোচনা করে। সরকারের ভালো কাজগুলো নিয়ে তার কিছু বলতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আ জ ম নাছির উদ্দীন বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। ভোটাররা কেন্দ্রে আসলে ভোট দিতে পারবেন। নির্বাচন নিয়ে সংশয় ব্যক্ত করার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি। মহানগর আওয়ামী লীগ ছাড়াও উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। আমরা দলের প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করে প্রার্থীর পক্ষে কাজ করবো।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে আ জ ম নাছির উদ্দীন বলেন, কেউ যদি জেগে জেগে ঘুমায় তাহলে তো ঘুম ভাঙানো যাবে না। নির্বাচনী আচরণবিধি রয়েছে। আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন সবাই। উনারা (বিএনপি) যদি কোথাও এজেন্ট নিয়োগ না দিয়ে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ করেন, তার কোনো অর্থ হতে পারে না।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কান্সিলররাও মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।

এর আগে ১১ জন মেয়র প্রার্থী, ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, ৪৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এছাড়া ৩ জন মেয়র প্রার্থী এবং ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ৫৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031