সামাজিক দূরত্ব বজায় ও করোনা প্রতিরোধ মোকাবেলায় মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিচ্ছেন জেলা প্রশাসক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিচ্ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। রাঙ্গামাটিতে কর্মহীন, দুস্থ, অসহায় গরিব ও জনসাধারণের মাঝে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করছে প্রশাসন। জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ কর্মহীন ও সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ হতে একটি ‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ গঠন করে দেন। ওই টীম শুধু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দেবেন।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)র’সার্বিক তত্ত্বাবধানে এই টীম পরিচালনা করা হবে। কেউ ত্রাণ না পেয়ে থাকলে জেলা প্রশাসনের মোবাইল নাম্বারে ফোন দিলে জেলা প্রশাসনের ‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ দ্রুত গতিতে ওই ঘরে ত্রাণ পৌছিয়ে দেবেন।
জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার পরও অনেক সময় দারিদ্র কি বা নিন্ম আয়ের লোকজনের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। বাদ পড়া লোক জনের নাম জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ভাবে অবগত করা হয় তাহলে ওই সব জনসাধারণের বাসায় সরকারি ত্রাণ সহায়তা পৌছে দিতে জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ গঠন করা হয়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিবন্ধী,তালিকা থেকে বাদ পড়া, নিম্ম আয়ের মানুষ যারা বিভিন্ন কারনে ত্রাণ নিতে আসতে পারছেননা এমন লোকদের বাসায় বাসায় ত্রাণ পৌছে দিতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা ১১সদস্যে একটি কমিটি গঠন করেছি। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে ১৮-২০ জনের ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিয়েছি। এই কমিটির মাধ্যমে জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031