মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

॥ রাঙ্গুনিয়া সংবাদদাতা ॥ সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি মানুষ ও দেশের সম্পদ পুড়িয়ে দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে।
এদেশের মানুষ জ্বালাও পোড়াও রাজনীতি চায়না। মানুষকে যারা আগুন দিয়ে পুড়িয়ে তাদের স্থান এদেশে নেই। যারা স্বাধীনতাকে নিয়ে কটাক্ষ করে তাদের এদের বসবাস করার সুযোগ নেই।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে দলকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
বুধবার (২২ মার্চ) উপজেলার মরিয়ম নগর চৌমুহনী মাষ্টার কমিউনিটি সেন্টারে মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমানুল হক তালুকদারের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, কাপ্তাই আ’লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ীলীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য মো. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম, মো. নুরুল্লাহ, মুজিবুল হক হিরু, আবদুর রহিম, শওকত হোসেন সেতু, যুবলীগের মো. পারভেজ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ প্রমুখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031