ভারতে ৮ দিনেই শনাক্ত হল ৪৮ হাজার  : মৃত্যু ৪ হাজার ২১ জনের

ভারতে মাত্র দিনে প্রায় ৪৮ হাজার ব্যক্তির দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন

কেবল রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টাতেই ৬ হাজার ৯৭৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় শনাক্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৬৭। তার আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৫৪। এ নিয়ে পরপর চারদিন দেশটিতে জ্ঞাত রোগীর সংখ্যা আগের দিনের রেকর্ড টপকাল।

সোমবার সকাল পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৮৪৫ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

৮ দিন আগেও এ সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৭, জানিয়েছে আনন্দবাজার।

আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় ইরানকে টপকে ভারতই এখন বিশ্বের দেশগুলোর মধ্যে দশম বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত আরও ১৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। এ নিয়ে নতুন করোনাভাইরাস দেশটির ৪ হাজার ২১ জনের প্রাণ কেড়ে নিল।

আক্রান্তদের মধ্যে ৫৭ হাজার ৭২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে লকডাউন শিথিলের পর থেকে শনাক্ত আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চতুর্থ দফার লকডাউন শেষে বিধিনিষেধ আরও শিথিল হলে এ সংখ্যা আরও বাড়বে বলেও অনেকে আশঙ্কা করছেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031